অনলাইনের তারকা: কিম কার্ডাশিয়ানের আকাশ ছোঁয়া ফ্যান ফলোয়ার
পরিসংখ্যান দিয়ে শুরু করি। ইনস্টাগ্রামে ১৪ কোটি ৯০ লাখ অনুসারী, টুইটারে ৬ কোটি ২১ লাখ, নিজের ফেসবুক পেজে লাইকের সংখ্যা ২ কোটি ৯০ লাখ, তিনি জড়িত আছেন ফেসবুকের এমন ভ্যারিফায়েড পেজগুলোতেও লাখ লাখ লাইক। সব মিলিয়ে অনলাইনে ২৫ কোটি মানুষ তাঁকে অনুসরণ করেন। এই হলেন কিম কার্ডাশিয়ান ওয়েস্ট। মার্কিন রিয়েলিটি শো তারকা, উদ্যোক্তা। কিম কার্ডাশিয়ান যখন একটি অধিবেশনে আসবেন কথা বলার জন্য, তখন সেটা যে কানায় কানায় পূর্ণ থাকবে, সেটা বলা তো বাহুল্যই। তাই দেখা গেল ৮ অক্টোবর আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে। সেখানে তখন চলছিল তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি। প্রযুক্তির আয়োজনে কিম কেন? জবাবটা মিলল অধিবেশনের শিরোনামে, ‘মার্কেটপ্লেস অব আইডিয়াস’। আর কিম কার্ডাশিয়ানকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল উদ্যোক্তা হিসেবে। গত জুন মাস পর্যন্ত কিমের সম্পদের পরিমাণ আনুমানিক ৩৭ কোটি ডলার। তবে কার্ডাশিয়ান প্রচলিত কোনো শিল্পপ্রতিষ্ঠানের মালিক নন। অনলাইন, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম তাঁকে বানিয়েছে তারকা। অনেক প্রসাধনী ব্র্যান্ডের সঙ্গে তিনি জড়িত, নিজের নামেও আছে পণ্য। এসবই আইডিয়ানির্ভর নতুন য...


Comments
Post a Comment