চার বছর পেরিয়ে বিয়ের কথা স্বীকার করলেন মম



জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের বিয়ের গুঞ্জনের খবর 
অবশেষে সত্য প্রমাণিত হলো। দীর্ঘদিন নিজেদের ভালো বন্ধু বলে দাবি করে
আসছিলেন দুজন। 

কিন্তু আজ বুধবার, ২০ নভেম্বর ফেসবুকে নিজেরাই জানালেন তাদের বিয়ের খবর।
শুধু তাই নয়, নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে একে অপরকে শুভেচ্ছাও
জানালেন। আজ বুধবার দুপুর ১টায় শিহাব শাহীন তার ফেসবুকে কেক কাটার ছবি দিয়ে 
ক্যাপশন লিখেছেন, “চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম।”

আর মম তার শুভেচ্ছায় বলেছেন, “তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা 

দেয়ার জন্য।” পরিচালক শিহাব শাহীন দ্য ডেইলি স্টারকে বলেন, “আমরা ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবে বিয়ে করেছি। তার আগে বেশ কয়েক বছর প্রেম ছিল। নিজেদের জানাশোনা ও বন্ধুত্ব থেকেই আমরা এক হয়েছি। সবার কাছে দোয়া চাই আমাদের সুখী দাম্পত্যজীবনের জন্য।”
মম পরিচালক এজাজ মুন্নার সঙ্গে ২০১০ সালের ৩১ মার্চ বিয়ে করেন। ২০১১ সালের ২ মার্চ তাদের সংসারে আসে এক পুত্র। ২০১৩ সালের দিকে তাদের মধ্যে বিচ্ছেদ হয়।

Comments

Popular posts from this blog

মাঠ থেকে তুলে নেওয়ায় দেশেই চলে গেলেন রোনালদো!

মাঠে পাঁচ রকমের ঘাস কেন, প্রশ্ন ম্যানইউ প্রতিনিধির

পশ্চিম অঞ্চল রেলওয়ের উন্নয়নের নামে ৪০০ কোটি টাকা লোপাট!