মাঠ থেকে তুলে নেওয়ায় দেশেই চলে গেলেন রোনালদো!
গত বছর ইউভেন্তুসে যোগ দেওয়ার পর নিজের প্রথম মৌসুমে শুধু সেরি আর শিরোপা জেতেন রোনালদো। আতালান্তার কাছে হেরে ইতালিয়ান কাপ থেকে ছিটকে যায় প্রতিযোগিতায় টানা পঞ্চম শিরোপার লড়াইয়ে নামা দলটি। আর চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিপক্ষে ঘরের মাঠে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় তারা। এবারে সেসব আক্ষেপ ভুলতে চান রোনালদো। “আমরা সেরি আ, ইতালিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। ইউভেন্তুসের বড় পরিকল্পনা থাকা উচিত। আমরা সব শিরোপাই জেতার চেষ্টা করব। আমরা জানি যে, এটা কঠিন হবে, বিশেষ করে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু আমি মনে করি এটা সম্ভব। সব কিছুই সম্ভব।” এক ম্যাচে ঘটনাটা সীমাবদ্ধ থাকলে কথা ছিল। টানা দ্বিতীয় ম্যাচেও মাঝপথে এসে ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাঠ থেকে তুলে নেন কোচ মাওরিসিও সারি। কিন্তু এসি মিলানের বিপক্ষে ম্যাচের ৫৫ মিনিটে মাঠ থেকে তুলে নেয়াটাকে ভালোভাবে মেনে নিতে পারেননি রোনালদো। যার ফলে দেখিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। মাঠ থেকে যখন রোনালদোকে তুলে কোচ সারি নামান পাওলো দিবালাকে, তখন সিআর সেভেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে সাইড বেঞ্চে না বসে সোজা চলে যান ড্রেসিং রুমে এবং সেখান থেক...
Comments
Post a Comment