হাসপাতালে ভর্তি আবারো ডেঙ্গু আক্রান্ত নতুন ৮৫ রোগী
এর মধ্যে ৪৩ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ৪২ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে সর্বমোট ৯৯ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ২০৯ জন।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ২৫১ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ২৬৪টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। এর মধ্যে তারা ১৯৩টি ঘটনা পর্যালোচনা করে ১২১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
Comments
Post a Comment