বেনাপোলো ৯ ট্রাক ভারতীয় পানপাতা জব্দ

Latest News Update 24
যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকা থেকে নয় ট্রাক ভারতীয় পানপাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার দিবাগত রাতে ৫৮ টন ভারতীয় পানপাতা ট্রাকগেুলো জব্দ করে বিজিবি।য
শোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, ভারত থেকে ‍বিপুল পরিমাণ পানপাতা পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে পানপাতা বোঝাই নয়টি ট্রাক আটক  করে।
তিনি জানান, ট্রাকসহ পানপাতা যশোর বিভাগীয় শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

Popular posts from this blog

মাঠ থেকে তুলে নেওয়ায় দেশেই চলে গেলেন রোনালদো!

মাঠে পাঁচ রকমের ঘাস কেন, প্রশ্ন ম্যানইউ প্রতিনিধির

পশ্চিম অঞ্চল রেলওয়ের উন্নয়নের নামে ৪০০ কোটি টাকা লোপাট!