চুরি করতে এসে ঘুমিয়ে গেল চোর!


latest news update
এমন শিরোনাম শুনে আচমকা আজব লাগছে, চুরি করতে এসে ঘুম! এমন খবর শুনে যে কেউ একটু মুচকি হেসে হতভম্ব হতে পারে। যা এমন একটি সত্যি ঘটনা ঘটেছে জার্মানিতে।

বাড়িতে কেউ না থাকার সুযোগটা বেশ কাজে লাগিয়েছিল চোর। সুযোগ বুঝে বাড়িতে ঢুকে দামি জিনিসগুলো ব্যাগেও পুড়ে ফেলে। এরপর সেই চোরের পালিয়ে যাওয়ার সুযোগ থাকলেও তেমনটা হয়নি। বরং চুরি করতে এসে ব্যাগের ভেতর চুরির জিনিসপত্র নিয়ে ওই বাড়িতেই ঘুমিয়ে পড়ে সে।

আজব ঘটনাটি ঘটেছে জার্মানির এয়ারফুর্টে। ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে ঘটনার কথা জানা গেছে।

এদিকে চুরি করতে এসে চোরের ঘুমিয়ে যাওয়ার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাড়িতে এভাবে চোরের ঢুকে পড়ার ঘটনায় কেউ কেউ যেমন আতঙ্কিত হয়ে পড়েছেন কেউ কেউ আবার চোরের কাণ্ড দেখে হাসছেনও।

চোরটি যে বাড়িতে চুরি করতে ঢুকেছিল ওই বাড়ির লোকজন আসলে গিয়েছিল একটি পার্টিতে। পার্টি থেকে ফিরে তারা দেখেন অপরিচিত একজন ঘুমিয়ে আছেন। ব্যাগভর্তি জিনিসপত্র দেখে তাদের বুঝতে আর দেরি হয় না যে, যিনি ঘুমাচ্ছেন তিনি আসলে চোর।

পুলিশ বলছে, অতিরিক্তি নেশা করার কারণেই চুরে শেষে ঘুমিয়ে পড়ে চোর।

এনএফ/পিআর

Comments

Popular posts from this blog

মাঠ থেকে তুলে নেওয়ায় দেশেই চলে গেলেন রোনালদো!

মাঠে পাঁচ রকমের ঘাস কেন, প্রশ্ন ম্যানইউ প্রতিনিধির

পশ্চিম অঞ্চল রেলওয়ের উন্নয়নের নামে ৪০০ কোটি টাকা লোপাট!