Posts

Featured Post

বেনাপোলো ৯ ট্রাক ভারতীয় পানপাতা জব্দ

Image
যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকা থেকে নয় ট্রাক ভারতীয় পানপাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার দিবাগত রাতে ৫৮ টন ভারতীয় পানপাতা ট্রাকগেুলো জব্দ করে বিজিবি।য শোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, ভারত থেকে ‍বিপুল পরিমাণ পানপাতা পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে পানপাতা বোঝাই নয়টি ট্রাক আটক  করে। তিনি জানান, ট্রাকসহ পানপাতা যশোর বিভাগীয় শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল বগুড়ার ‘হঠাৎ মার্কেট’

Image
ছবি: Latest News Update24 বগুড়া, ২৭ নভেম্বর (ইউএনবি)- রেল লাইনের ওপর সারি সারি অবৈধ কাপড়ের দোকান। ট্রেন আসলেই দ্রুত সরিয়ে ফেলা হয় দোকানের তাবুগুলো। তবে বুধবার ভিন্ন লাইনে আসা ট্রেনের কারণে রক্ষা পায়নি বগুড়া রেলস্টেশনের পাশে অবস্থিত এ ‘হঠাৎ মার্কেট’। কিন্তু ভাগ্য ভালো যে আন্তনগর ট্রেন ‘দোলনচাঁপা’র চালকের তড়িৎ পদক্ষেপে ঘটেনি বড় ধরনের কোনো দুর্ঘটনা। স্টেশন মাস্টার আবুল কাশেম জানান, দুপুর ১১টার দিকে আন্তনগর ট্রেন দোলনচাঁপা বোনারপাড়া থেকে এবং আরেক আন্তনগর ট্রেন লালমনি এক্সপ্রেস ঢাকা থেকে বগুড়া স্টেশনে আসতে থাকে। সিগন্যাল এবং পয়েন্ট ঠিক করে দোলনচাঁপাকে দুই নম্বর লুপ লাইন এবং লালমনি এক্সপ্রেসকে এক নম্বর লাইনে আসার নির্দেশনা দেয়া হয়। কিন্তু ‘হঠাৎ মার্কেট’র দোকানদাররা সাধারণত জানতেন যে দোলনচাঁপা এক নম্বর লাইন দিয়ে আসবে। তাই তারা দোকান সরাননি। পরে ট্রেন চলে আসতে দেখে দোকানদার এবং ক্রেতারা আতঙ্কিত হয়ে দৌড়ে নিরাপদ জায়গায় সরে যেতে থাকেন। এ সময় ট্রেন চালক দ্রুততার সাথে ব্রেক করায় দোকানের মালামাল নষ্ট হলেও কোনো প্রাণহানি ঘটেনি। এদিকে, বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন মাস্টার বজলুর রশিদ জ...

৫ ডিসেম্বরের মধ্যে খালেদার মেডিকেল প্রতিবেদন জমাদানের নির্দেশ

Image
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে মেডিকেল বোর্ডের প্রতিবেদন চেয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ওই প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারকের আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানির এক পর্যায়ে এই আদেশ দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন আবেদনের শুনানিও আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত পিছিয়েছে একই বেঞ্চ। এর আগে গত ১৪ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে খারিজ হওয়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদনের আদেশকে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল আবেদনটি দায়ের করেন। এর আগে গত ৩১ জুলাই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের সশ্রম দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী আছেন বিএনপি প্রধান। অরফানেজের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি কার...

হাসপাতালে ভর্তি আবারো ডেঙ্গু আক্রান্ত নতুন ৮৫ রোগী

Image
ফাইল ছবি - Latest News Update24 ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ৪২ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে সর্বমোট ৯৯ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ২০৯ জন। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ২৫১ জন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ২৬৪টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। এর মধ্যে তারা ১৯৩টি ঘটনা পর্যালোচনা করে ১২১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

মেসির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে বার্সা

Image
বার্সেলোনার জার্সি গায়ে এদিন ৭০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। আর মাইলফলকের এ ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে স্মরণীয় করে রাখলেন তিনি। একটি গোল করেছেন। করিয়েছেন আরও দুইটি। ফলে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বুরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে দলটি। পাঁচ ম্যাচ শেষে তিনটি জয় ও দুটি ড্রয়ে বার্সেলোনার সংগ্রহ ১১ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে ডর্টমুন্ডের সংগ্রহ ৭ পয়েন্ট। ৭ পয়েন্ট ইন্টার মিলানেরও। এদিন স্লাভিয়া প্রাগকে ৩-১ গোলের ব্যবধানে হারায় ইতালির ক্লাবটি। ঘরের মাঠে এদিন প্রাধান্য বিস্তার করেই খেলতে থাকে বার্সেলোনা। তবে শুরুতে তেমন কোন জোরালো আক্রমণ করতে পারেনি বার্সা। তার উপর ম্যাচের প্রথম মিনিটেই পিছিয়ে পড়তে পারতো দলটি। ইভান রাকিতিচের ভুলে গোল খেতে বসেছিল তারা। তবে গোলরক্ষক মার্ক টের স্টেগেন ও ডিফেন্ডার ক্লেমো লংলের দৃঢ়তায় সে যাত্রা বেঁচে যায় তারা। নিকো শুলজের শট প্রথম দফায় স্টেগেন ফেরানোর পর দ্বিতীয় দফায় আটকে দেন লংলে। ২৫তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন উসমান দেম্বেলে। তার বদলে আতোঁয়ান গ্রিজমান মাঠে ...

চার বছর পেরিয়ে বিয়ের কথা স্বীকার করলেন মম

Image
জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের বিয়ের গুঞ্জনের খবর  অবশেষে  সত্য প্রমাণিত হলো। দীর্ঘদিন নিজেদের ভালো বন্ধু বলে দাবি করে আসছিলেন দুজন।  কিন্তু আজ বুধবার, ২০ নভেম্বর ফেসবুকে নিজেরাই জানালেন তাদের বিয়ের খবর। শুধু তাই নয়, নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে একে অপরকে শুভেচ্ছাও জানালেন।  আজ বুধবার দুপুর ১টায় শিহাব শাহীন তার ফেসবুকে কেক কাটার ছবি দিয়ে  ক্যাপশন লিখেছেন, “চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম।” আর মম তার শুভেচ্ছায় বলেছেন, “তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা  দেয়ার জন্য।”  পরিচালক শিহাব শাহীন দ্য ডেইলি স্টারকে বলেন, “আমরা ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবে বিয়ে করেছি। তার আগে বেশ কয়েক বছর প্রেম ছিল। নিজেদের জানাশোনা ও বন্ধুত্ব থেকেই আমরা এক হয়েছি। সবার কাছে দোয়া চাই আমাদের সুখী দাম্পত্যজীবনের জন্য।” মম পরিচালক এজাজ মুন্নার সঙ্গে ২০১০ সালের ৩১ মার্চ বিয়ে করেন। ২০১১ সালের ২ মার্চ তাদের সংসারে আসে এক পুত্র। ২০১৩ সালের দিকে তাদের মধ্যে বিচ্ছেদ হয়।

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫২ বাংলাদেশি

Image
যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়া থেকে বৃহস্পতিবার তিন কর্মীর মরদেহসহ ১৫২ জন বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে সরকার।   প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন জানান, সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের নিয়ে চার্টার্ড একটি ফ্লাইট পৌঁছায়। ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান বলেন, একই ফ্লাইটে লিবিয়ায় নিহত তিন কর্মীর মরদেহও নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত জানা যায়নি।  লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ও লিবিয়া সরকারের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় একটি চার্টার্ড ফ্লাইটে মিসরাতা বিমানবন্দর থেকে বুধবার তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। দূতাবাস আরও জানায়, দেশে ফিরে আসা বাংলাদেশি কর্মীদের মধ্যে ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত এবং ত্রিপলীতে বিমান হামলায় আহতরা রয়েছেন। গত ১৮ নভেম্বর লিবিয়ার ত্রিপোলিতে বিমান হামলায় নিহত ছয়জনের মধ্যে একজন বাংলাদেশি ছিলেন। নিহত বাংলাদেশি আবুল হাসান ওরফে বাবুলালের গ্রামের বাড়ি রাজশাহীতে।

৪১তম বিসিএসের আবেদন শুরু ৫ ডিসেম্বর,অথচ আইসিটি খাতে নিয়োগ নেই !

Image
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) বুধবার ৪১তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিপিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী- ৪১তম বিসিএস থেকে ২১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে। >>বিজ্ঞপ্তি<< এতে বলা হয়, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিস্তারিত তথ্য http://www.bpsc.gov.bd. ওয়েবসাইটে পাওয়া যাবে।