বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল বগুড়ার ‘হঠাৎ মার্কেট’
ছবি: Latest News Update24 বগুড়া, ২৭ নভেম্বর (ইউএনবি)- রেল লাইনের ওপর সারি সারি অবৈধ কাপড়ের দোকান। ট্রেন আসলেই দ্রুত সরিয়ে ফেলা হয় দোকানের তাবুগুলো। তবে বুধবার ভিন্ন লাইনে আসা ট্রেনের কারণে রক্ষা পায়নি বগুড়া রেলস্টেশনের পাশে অবস্থিত এ ‘হঠাৎ মার্কেট’। কিন্তু ভাগ্য ভালো যে আন্তনগর ট্রেন ‘দোলনচাঁপা’র চালকের তড়িৎ পদক্ষেপে ঘটেনি বড় ধরনের কোনো দুর্ঘটনা। স্টেশন মাস্টার আবুল কাশেম জানান, দুপুর ১১টার দিকে আন্তনগর ট্রেন দোলনচাঁপা বোনারপাড়া থেকে এবং আরেক আন্তনগর ট্রেন লালমনি এক্সপ্রেস ঢাকা থেকে বগুড়া স্টেশনে আসতে থাকে। সিগন্যাল এবং পয়েন্ট ঠিক করে দোলনচাঁপাকে দুই নম্বর লুপ লাইন এবং লালমনি এক্সপ্রেসকে এক নম্বর লাইনে আসার নির্দেশনা দেয়া হয়। কিন্তু ‘হঠাৎ মার্কেট’র দোকানদাররা সাধারণত জানতেন যে দোলনচাঁপা এক নম্বর লাইন দিয়ে আসবে। তাই তারা দোকান সরাননি। পরে ট্রেন চলে আসতে দেখে দোকানদার এবং ক্রেতারা আতঙ্কিত হয়ে দৌড়ে নিরাপদ জায়গায় সরে যেতে থাকেন। এ সময় ট্রেন চালক দ্রুততার সাথে ব্রেক করায় দোকানের মালামাল নষ্ট হলেও কোনো প্রাণহানি ঘটেনি। এদিকে, বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন মাস্টার বজলুর রশিদ জ...